প্রধানমন্ত্রীর কাছে দুর্নীতিবাজ ও দলবাজ লোকদের কোনো ছাড় নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।
পয়েন্ট অব অর্ডারে তথ্যমন্ত্রী বলেন, দুর্নীতি করে বিগত সরকারের সময় রক্ষা পাওয়া গেলেও এখন দুর্নীতর বিচার হচ্ছে।
মুক্তিযুদ্ধবিরোধী শক্তির ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী।