দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গণমাধ্যমে একজন সাংবাদিকের বেতন ৩০ হাজার টাকার নিচে নামা যাবে না।
বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ‘সত্যিকার অর্থে শেখ হাসিনার আমলে কোনো মিডিয়া ফ্রিডম ছিল না। সাংবাদিকদের হাত দিয়েই এই হাসিনাকে আমরা পুশ ব্যাক করেছি।’ তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের রক্ত কীভাবে চুষে খাওয়া যায় সেটা করা হচ্ছে বাংলাদেশে। বছরের পর বছর চাকরি করলেও ঠিকমতো বেতন দেওয়া হয় না।’
প্রেস সচিব বলেন, ‘আমরা চাই প্রত্যেক সাংবাদিক যেন ভালো বেতন পান। তার একটা মিনিমাম বেসিক থাকতে হবে। ৩০ অথবা ৪০ হাজার যাই হোক এর নিচে নামা যাবে না।’
/অ