দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রোহিঙ্গার সমস্যা সমাধান না হলে আসিয়ান দেশগুলোর ওপর এর প্রভাব পড়বে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের চ্যালেঞ্জ সমাধানে আসিয়ানের আরও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অবদান রাখতে হবে।
মঙ্গলবার (১১ মার্চ)অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস্- এর (আসিয়ান) মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ওথমান হাশিম পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাত করতে গেলে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
এ সময় আসিয়ানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ায় কূটনীতিক ওথমান হাশিমকে অভিনন্দন জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, তার মেয়াদে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন পথ তৈরি করবে।
তৌহিদ হোসেন বিশেষ দূতকে জানান, রাখাইনে আসন্ন দুর্ভিক্ষের মুখে জাতিসংঘের নেতৃত্বে একটি মানবিক সহায়তা কর্মসূচিতে সহায়তা করার বিষয়ে বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করছে, যা রাখাইন রাজ্যে স্থিতিশীলতা আনতে অবদান রাখতে পারে। উপদেষ্টা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে আসিয়ানের দেশগুলোর এর প্রভাব পড়বে উল্লেখ করে উপদেষ্টা বিশেষ দূতকে বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের চ্যালেঞ্জ সমাধানে আসিয়ানের আরও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অবদান রাখতে হবে।
বিশেষ দূত রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সমন্বিত প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন। রোহিঙ্গা সমাধান না করা গেলে আসিয়ান দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন তিনি।
এফএইচ/