সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাকরিবিধি অমান্য করে অসদাচরণের অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শিক্ষা ক্যাডারে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন- শিক্ষা ক্যাডারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ও ড. মুহম্মদ মফিজুর রহমান।
তাদের সাময়িক বরখাস্ত করে গত ২৯ জানুয়ারি পৃথক দুই প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী রেজাউল করিম এর আগে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ইতিহাসের প্রভাষক ছিলেন। ড. মুহম্মদ মফিজুর রহমান সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
তবে সুনির্দিষ্ট কি অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে, তা জানানো হয়নি প্রজ্ঞাপনে। প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা ক্যাডারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ও ড. মুহম্মদ মফিজুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিধিমালা অনুযায়ী কর্তৃপক্ষ তারা চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন।
সেজন্য এই বিধিমালা অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
এফএইচ/