সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যেসব কারখানার মালিকরা শ্রমিকদের বেতন দিচ্ছে না তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে। যাতে করে বিদেশ পালিয়ে যেতে না পারে।
বোববার (১০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা সরকারের কাজ নয়। শ্রমিকদের বকেয়া সরকার দিতে গেলে দেশের রাজস্ব খালি হয়ে যাবে। যারা শ্রমিকদের বেতন দিচ্ছে না সেসব মালিককে ধরে এনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে। যাতে বিদেশ পালিয়ে না যায়। অনেক কারখানা বারবার কমিটমেন্ট দিয়েও তা পূরণ করেনি।
শ্রমিকদের বেতন সমস্যা তাৎক্ষণিক একটি জটিল বিষয় উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন, আমরা আগের মতো শ্রমিক মেরে সমস্যা সমাধান নয়, বেতন পরিশোধের জন্য মালিকদের সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, খুব নাজেহাল অবস্থায় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি। এরপর আমরা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে গেছি। ১৮ দফা নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ যৌথভাবে চুক্তি স্বাক্ষর করেছে।
শ্রমিকদের দেওয়া সুযোগ সুবিধা প্রতিনিয়ত মনিটরিং রাখা হচ্ছে যোগ করেন আসিফ মাহমুদ। ২০১৪ সালে দেশের কারখানার কাজের গতি তিন গুণ বেড়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। বলেন, ‘আগামী ১০ বছরে আমরা আরও তিন গুণ পোশাক কারখানার ব্যপ্তি বাড়াব।’