সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটে অ্যাটকোর নতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির আব্দুস সালাম পেয়েছেন ৩ ভোট।
এছাড়া সহসভাপতি ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী এবং পরিচালক নির্বাচিত হয়েছেন সময় টিভির ডিরেক্টর মো. হাসান।
এদিকে নির্বাচনে পরিচালক পদে ১৫ জন নির্বাচিত হন। পরে সভাপতি পদের জন্য ভোট দেন পরিচালকরা। এতে সমান ৭টি করে ভোট পান এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী এবং বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক। এজন্য সভাপতি পদের জন্য আবারো ভোটগ্রহণ হবে।
উল্লেখ্য, আগামী তিন বছরের জন্য নতুন এ কমিটি দায়িত্ব পালন করবে।