সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি সাবেক এমপি আবুল কালাম আজাদ। আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যে থানায় মামলা সে থানায় সাবেক এমপি আবুল কালাম আজাদকে হস্তান্তর করা হবে। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরএ