সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের প্ল্যাটফর্মে পড়েছিল পরিত্যক্ত কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ। পুলিশ খবর পেয়ে উদ্ধা করে শিশুটিকে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই ) রফিকুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে গতকাল রাতের দিকে ঘটনাস্থল থেকে একদিনের কন্যার নবজাতকের মরদেহটি উদ্ধার করি।
তিনি আরও বলেন, কে বা কারা একটি পরিত্যক্ত কাপড় দিয়ে পেঁচিয়ে রেললাইনের পাশে ওই কন্যা নবজাতকের মরদেহ ফেলে রেখে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এফএইচ