সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
‘ভাতের হোটেল’ নিয়ে আলোচিত ডিএমপি ডিবির সাবেক প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজি হারুন অর রশিদকে আটক করা হয়েছে। পরে তাকে অজ্ঞাত স্থানে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
সোমবার (৫আগস্ট) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হারুন অর রশিদকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের খবর জানার আগ পর্যন্ত হারুন পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। কিন্তু হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর হারুন দুপুরের দিকে পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। সেখানে থাকা সিটি করপোরেশনের সীমানা দেয়াল টপকে চলে যান। পরে তিনি নরমাল পোশাক পরে জনসাধারণের বেশে সরে যান।
আরও জানা যায়, সেখান থেকে বের হয়ে হারুন চলে যান হযরত শাহজালাল বিমানবন্দরে। পরে পালানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হন। এ সময় তাকে আটক করা হয়। তবে তাকে কোন বাহিনী আটক করেছেন তা নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবি) হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ‘ভাতের হোটেল’ নিয়ে আলোচনায় আসেন ডিআইজি মোহাম্মদ হারুন অর রশিদ। চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও আলোচনায় আসেন কথিত সেই ‘ভাতের হোটেল’ নিয়ে।
অ/আরএ