সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে ঘিরে ফের উত্তাল হয়েছে রাজধানী ঢাকা। এবার দলে দলে শহীদ মিনারে জমায়েত হচ্ছেন সব শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্ম ীরা। অন্যদিকে সায়েন্স ল্যাব থেকে গণমিছিল নিয়ে শাহবাগে আন্দোলনকারীরা।
শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের কর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারে যান।
শহীদ মিনারের বিশাল জমায়েতে ইতোমধ্যে অসংখ্য শিক্ষার্থী ও নানান শ্রেণিপেশার মানুষ যোগ দিয়েছেন। ক্রমেই বাড়ছে স্লোগানের জোর। বৃষ্টি উপেক্ষা করেই চলছে এ আন্দোলন।
এদিকে সায়েন্স ল্যাবে বৃষ্টির মধ্যেই ৪টা ১২ মিনিটে সায়েন্স ল্যাব থেকে গণমিছিল বের করা হয়। সায়েন্স ল্যাবে কয়েক শ শিক্ষার্থী ও আন্দোলনকারী বিক্ষোভ করলেও শাহবাগ অভিমুখী মিছিলে যোগ দেন হাজারো মানুষ।
বিকেল সাড়ে চারটার দিকে মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছেছে। এখন সেখানে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। অন্যদিকে শাহবাগ থানার সামনে অবস্থান করছে বিপুলসংখ্যক পুলিশ। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের প্রেরিত এক বার্তায় শুক্রবার সারা দেশে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়।
এফএইচ