সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাজেটে নানা দিক তুলে ধরে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সরকারের উন্নয়নের অধিকাংশই যাচ্ছে ধনিক শ্রেণির পেটে। বুধবার (১২ জুন) সকালে, গুলশানের একটি হোটেলে আয়োজিত সিপিডি বাজেট সংলাপে এসব মন্তব্য করেন বিশেষজ্ঞরা।
প্রতিবছরই বাড়ছে জাতীয় বাজেটের আকার। মাথাপিছু আয়ও বাড়ছে সমানতালে। কিন্তু জাতীয় বাজেটেই দেশের উন্নয়নে শ্রম দেওয়া মানুষরা কতোটা গুরুত্ব পাচ্ছে- এ নিয়ে বাজেট সংলাপ আয়োজন করে সিপিডি।
সভায় অংশ নেওয়া বিশিষ্টজনেরা বাজেটের নানা অসংগতি তুলে ধরেন। দাবি ওঠে শ্রমিকদের রেশনিংয়ের আওতায় আনতেও।
এসময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, এক দশকের উন্নয়ন কৌশলে শ্রমখাত উপেক্ষিত। সাবেক এমপি রুমিন ফারহানা বলেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপান্তরে নামমাত্রে কালো টাকাকে বৈধতার সুযোগ দেয়া হয়েছে।
শিক্ষার উপবৃত্তি নির্ধারণে মূল্যস্ফীতিকে বিবেচনা আনা হয়নি। শিক্ষার মান উন্নয়নেও কোনো বরাদ্দ নেই বাজেটে। আর আইএমএফের প্রেসক্রিপশনের বাজেট দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা।
আর সিপিডি নির্বাহী পরিচালক মনে করছেন, বাজেটের পদক্ষেপগুলো সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা আনবে না।
এ সময় বাজেটের ইতিবাচক দিক তুলে ধরেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে তিনি স্বীকার করেন কৃষি ভর্তুকির অধিকাংশ বরাদ্দই যাচ্ছে ধনিক কৃষকের পেটে।
স্বাস্থ্য ও শিক্ষাখাতের বাস্তব পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন করেন সরকারের সাবেক এই মন্ত্রী।
এফএইচ