সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঈদে ঘরমুখো মানুষের চাহিদা বিবেচনা করে ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীবাহী কোচ সংযোজন করার ভাবছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এসব কোচ সারা দেশের ট্রেনগুলোতে বরাদ্দ অনুযায়ী সংযোজন করা হবে। ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে এসব কোচের আসন কিনতে পাওয়া যাবে। আর সবকটি আসন বিক্রি করা হবে অনলাইনে।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির।
ট্রেনে অতিরিক্ত কোচ লাগানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে, সিদ্ধান্ত যেটাই হবে, ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে অনলাইনে টিকিট অটোরিলিজ হয়ে যাবে বলে জানান তিনি।
বুধবার (৩ এপ্রিল) থেকে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা শুরু হবে। এসব যাত্রার টিকিট আগেই অনলাইনে বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে কোন ট্রেনে কতটি অতিরিক্ত কোচ যুক্ত হবে, সে বিষয়ে আজ রাতের মিটিংয়ে সিদ্ধান্ত হবে।
এফএইচ