সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পুরো বিশ্ব জুড়েই প্লাস্টিক এক বিভীষিকার নাম। যার ক্ষতিকর প্রভাব পড়ছে উচ্চ থেকে নিম্ন আয়ের দেশগুলোতে। কেবল পরিবেশই নয়, জনস্বাস্থ্যও হুমকির মুখে। এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের সহযোগিতা ছাড়া প্লাস্টিক দূষণ রোধ সম্ভব নয়।
এমন পরিস্থিতিতে কেনিয়ার নাইরোবিতে ৬ষ্ঠ জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধে বিশ্বের অন্যান্য দেশগুলোকে ঐক্যমতে পৌঁছানোর আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আইসিডিডিআর,বি আয়োজিত ‘অসংক্রামক রোগ ও পরিবেশ পরিবর্তন’ বিষয়ক সিম্পোজিয়ামে অংশগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, এ বিষয়ে ঐক্যমতের দিক থেকে ৭০ শতাংশে আছি, বাকি ৩০ শতাংশ নিয়ে সামনে কানাডায় আলোচনা হবে।
কবে নাগাদ এ চুক্তি বাস্তবায়িত হতে পারে এমন প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, আমরা আশাবাদী এ বছরের শেষে আইনগত বাধ্যতামূলকভাবে প্লাস্টিক ব্যবহার রোধে বিশ্বের অন্যান্য দেশ চুক্তিতে আবদ্ধ হবে। এ চুক্তি ভঙ্গ করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশের সংবিধানে পরিবেশ সংরক্ষণের নীতিগুলো অন্তর্ভুক্ত করার বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরার বিষয়টিও জানান পরিবেশমন্ত্রী।
এছাড়া তিনি আশা প্রকাশ করেন, ইউএনইএ-৬ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সবুজ, আরও স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এও