সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার জন্য মাত্র ১০ মিনিট সময় দেওয়ায় অভিমান করে সংসদ থেকে ওয়াকআউট করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। অবশ্য ১০ মিনিট পর অধিবেশন কক্ষে ফিরে আসেন তিনি।
সোমবার (৪ মার্চ) রাতে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিন সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার জন্য সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর নাম ঘোষণা করেন স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি ওই সংসদ সদস্যকে ১০ মিনিট সময় দেন।
এই সময় বরাদ্দকে ‘উপহাস’ হিসেবে আখ্যায়িত করে লতিফ সিদ্দিকী বলেন, উচ্চাসনে যারা বসেন তাদের নিম্নে অবস্থিত ব্যক্তিদের উপহাস করতে বোধহয় আনন্দ হয়। কিন্তু এই পরিহাসে অংশগ্রহণ করতে আমার অন্তরাত্মা সায় দিচ্ছে না।
তিনি আরও বলেন, আমি একজন প্রবীণ পার্লামেন্টারিয়ান। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য আমাকে মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছে। তাই আগামী ১০ মিনিট সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি।
এই কথা বলে সংসদ অধিবেশন কক্ষ ত্যাগ করেন সংসদ সদস্য লতিফ সিদ্দিকী। পরে আরেক স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ একই আলোচনায় অংশ নিয়ে বলেন, সিনিয়র পার্লামেন্টারিয়ান লতিফ সিদ্দিকী সাহেবকে ১০ মিনিট সময় দেয়ায় তিনি রাগ করেছেন। তিনি সিনিয়র মানুষ, তাকে হয়ত ১৫ মিনিট দিলে তিনি কথা বলতেন। তাকে ১৫ মিনিট সময় দেয়ার দাবি জানাই।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য লতিফ সিদ্দিকী এবার টাঙ্গাইল-৪ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হন। দশম সংসদে তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন।
হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে ২০১৪ সালে মন্ত্রিসভা থেকে বাদ পড়েন। পাশাপাশি দল থেকেও আজীবনের জন্য বহিষ্কার হন। পরে তার সংসদ সদস্য পদও শূন্য হয়। দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
ডিপি/