সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত প্রাণহানির ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার (১ মার্চ) দিনগত রাতে মামলাটি দায়ের করে রমনা থানা পুলিশ। মামলা নং-০১। মামলা, অবহেলাজনিত হত্যাকাণ্ডসহ আরও কিছু আইনের ধারা উল্লেখ রয়েছে।
এর আগে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে অবস্থিত চায়ের চুমুক রেস্তোরাঁর দুই মালিক আনোয়ার ও রিমন এবং কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসানকে আটক করে পুলিশ।আরও তথ্য জানতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আবু আনসার জানান, আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় বেইলি রোডের গ্রিন কজি কটেজ নামের আটতলা ভবনে আগুন লাগে। এতে ৪৬ জন নিহত হয়েছে। ১২ জন হাসপাতালে ভর্তি আছেন, তারাও শঙ্কামুক্ত নন। তবে অগ্নিকাণ্ডের পরপরই ভবন থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ডিপি/