সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশের মধ্যে সহযোগিতা জরুরি।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা সফররত ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, এ অঞ্চলে দারিদ্র্যই প্রধান শত্রু। দারিদ্র্য বিমোচনে সর্বোচ্চ সম্পদ ব্যয় করা হচ্ছে।
তিনি ভারতীয় বিমানবাহিনী প্রধানকে বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (বিএসএমআরএএইউ) প্রতিষ্ঠা করেছে। যেখানে নতুন মানবসম্পদ তৈরি হচ্ছে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এসব কথা বলেন।
ডিপি/