সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশের উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফোবানা মিট অ্যান্ড গ্রেট অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে চলেছে। তবে আজকের বাংলাদেশের উন্নয়ন বিশ্বের অন্যদের কাছেও রোল মডেল। এ কারণে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও বাংলাদেশকে দেখে শিখতে বলেছিলেন। তিনি বলেন, শেখ হাসিনা নেতৃত্বে থাকলে দেশ উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। তবে, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ সময় স্লোগানে ও মিটিং-মিছিলে ‘জিন্দাবাদ’ শব্দের ব্যবহার নিয়েও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী।
তিনি বলেন, জিন্দাবাদ স্লোগানে পাকিস্তানিরা বাঙালিদের ওপর নির্যাতন করেছে, নারীদের ওপর নির্যাতন করেছে। সঠিক ইতিহাস সবার জানা দরকার।
কে