গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ আগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৩ দোকান। আগুন নেভাতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। এ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত ভোর রাত দেড়টার দিকে কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম শেখ জানান, রাতে ওই বাজারের সোহাগ শেখের হোটেলের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে বাজারের ওমর আলীর ফার্নিচারের দোকান, হুমায়ূন মোল্যার সাইকেল গ্যারেজের দোকান, মোজাফ্ফর লস্করের গ্যারেজের দোকান, সিদ্দিক লস্করের মিষ্টির দোকান, খোকন বসুর চায়ের দোকান, রাম বসু ফার্মেসির দোকান, নাহিদ খানের রেস্টুরেন্টের দোকান, মাহাবুব খানের সাইকেল গ্যারেজের দোকান, কামরুল মোল্যার হোটেলের দোকান, বিপ্লব মোল্যার গ্যারেজের দোকান, বাবুল বিশ্বাসের ফার্মেসির দোকান ও ইব্রাহিম মোল্যার মেটালের দোকান পুড়ে যায়। / রাই