চাঁদপুরে মাদরাসা ও এতিমখানার ছাত্র সিফাত উল্লাহকে (১০) অপহরণের ৫দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই সাথে অপহরণকারী মাদরাসার বাবুর্চি মো. কেফায়েত উল্লাহকে (২৮) আটক করা হয়েছে।
মতলব উত্তর থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কুমিল্লার বরুড়া থেকে সোমবার সিফাত উল্লাকে উদ্ধারসহ অপহরণকারী মো. কেফায়েত উল্লাহকে আটক করে।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র সিফাত উল্লাহকে গত ২১ জানুয়ারি অপহরণকারী বিভিন্ন প্রলোভন দেখিয়ে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়ে যান। সিফাত উল্লাহর বাবা মো. আমির হোসেন ছেলের সন্ধান না পেয়ে তৎক্ষণাৎ মতলব উত্তর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। / আরটি