নওগাঁর রাণীনগর উপজেলায় ট্রাকের ধাক্কায় আজাহার আলী (৫৫) নামের এক বাইসাইকেলের আরোহী নিহত হয়েছেন। উপজেলার রাণীনগর-আত্রাই সড়কে নগর ব্রিজের পূর্বদিকে একটি ইটভাটার সামনে গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে আজাহার আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর।
নিহত আজাহার রাণীনগরের চকাদিন আলোপাড়া গ্রামের আবদুল শাহার ছেলে।
এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহিন।