ঘন কুয়াশার কারণে দুই দফায় প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, রোববার রাত ১০টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় ফেরিগুলো লোড নিয়ে উভয় ঘাট এলাকায় নোঙর করে বসে থাকতে বাধ্য হয়। ১১টার পর চালু হলেও রাত দেড়টার দিকে ফের ফেরি বন্ধ হয়ে যায়। এতে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় যানজট পাটুরিয়া-ঢাকা মহাসড়কের আরপাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়ে। ফলে ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীদেরকে তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘনকুয়াশার কারণে রোববার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এক দফায় ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর ফেরি চলাচল শুরু হলেও রাত দেড়টা থেকে আবার ফেরি বন্ধ করে দেওয়া হয়। পরে ভোর ৫টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি জানান, দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় কয়েকশ' যানবাহন ঘাটে আটকে যায়। তবে ফেরি চলাচল শুরু হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। / সম