রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে বাসচাপায় জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত হওয়ার পরপরই তাকে উদ্ধার করে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত এএসআই জাহাঙ্গীর আলম কাফরুল থানায় কর্মরত ছিলেন। এদিকে কারওয়ান বাজারে ছিনতাইকারীকে গ্রেপ্তারের সময় ক্ষুরের আঘাতে আহত হয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা।
পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ সমকালকে বলেন, ছিনতাইকারী দৌড়ে পালানোর সময় তাকে ধাওয়া করেছিলেন জাহাঙ্গীর আলম। তখনই এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক ও হেলপার।
কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) জাহানুর আলী সমকালকে বলেন, তালতলা এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর। সেখানে এক ব্যক্তির ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল ছিনতাইকারী। জাহাঙ্গীর তাকে ধরার উদ্দেশ্যে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় আলিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনি মারাত্মক আহত হন। এরপর তাকে নেওয়া হয় হাসপাতালে।
কাফরুল থানার ডিউটি অফিসার এসআই লতিফ সমকালকে বলেন, দুর্ঘটনায় দায়ী বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সেইসঙ্গে পলাতক ছিনতাইকারীকে ধরতেও অভিযান শুরু হয়েছে।
কিছুদিন ধরে রাজধানীতে বেড়ে গেছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। গত ২৯ ফেব্রুয়ারি দক্ষিণ রাজারবাগে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারান রিকশা আরোহী তারিনা বেগম লিপি। প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে হেঁচকা টান দিলে তিনি রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যাচ্ছে।