ভারতের নির্বাচন কমিশন বিজেপির পক্ষপাতিত্বের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে কমিশন একটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে অপবাদ দেয়ার প্রচেষ্টার নিন্দা জানায়। নির্বাচন কমিশন তার কার্যক্রম পরিচালনা করতে কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা কোনো প্রতিষ্ঠানকে ভয় পায় না বৃহস্পতিবার নয়াদিল্লীতে সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে প্রধান নির্বাচন কমিশনার ভি.এস. সম্পত এসব কথা বলেন ।
নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলায় অনেক রাজনৈতিক দলও বিজেপির সমালোচনা করেছে।
নয়াদিল্লীতে সংবাদ মাধ্যমের উদ্দেশে বক্তৃতাকালে কংগ্রেস নেতা সালমান খুরশিদ বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির ঝগড়া নিন্দনীয় দুঃখজনক ও মর্মান্তিক।
এনসিপির মুখপাত্র মুম্বাইতে বলেন, এটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একটি হুমকি।
বারানসির বেনিয়াবাগে বিজেপিকে সমাবেশ করতে অনুমতি না দেয়ায় কমিশনের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদের প্রসঙ্গ উল্লেখ করে জেডিইউ নেতা শারদ যাদব নয়াদিল্লীতে সাংবাদিকদের বলেন, কাউকে সমাবেশ করতে দেয়া না দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের।