মহাসড়কে ইঞ্জিন চালিত নসিমন, করিমন ও বাংলাবান্ধায় বন্দর শ্রমিকদের ওপর চাঁদাবাজি বন্ধের দাবিতে মঙ্গলবার পঞ্চগড়ে জেলা মটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল থেকে পঞ্চগড়ের অভ্যন্তরীণ রুটে সব ধরণের যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা। ধর্মঘটে বাংলাবান্ধা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ রয়েছে।
এদিকে, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়া হবে বলে জানান জেলা মটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।