সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক, গবেষক ও কবি মুনির আহমদের ‘চলো ভাসি নরম জোছনায়’ নামের একটি কাব্যগ্রন্থ। এটি তার তৃতীয় কাব্যগ্রন্থ। যার মূল বিষয় প্রেম ও বিরহ।
বাংলা একাডেমি প্রাঙ্গণের ৭৭৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে কাব্যগ্রন্থটি। এটি ক্লাব এইটি ফাইভ থেকে প্রকাশিত হয়েছে।
এর আগে, ২০২২ সালের একুশে বইমেলায় মুনির আহমদের প্রথম কবিতার বই ‘প্রান্তে প্রান্তে স্বপ্ন’ প্রকাশিত হয়। ২০২৩ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কবিতার বই ‘গভীর বিশ্বাসের প্রহর’।
কবি মুনির আহমদ বলেন, ‘চলো ভাসি নরম জোছনায়’ কাব্যগ্রন্থটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রেম ও বিরহ। শব্দ দুটি সহজ, সরল ও প্রত্যক্ষ কাব্যকথায় এ গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি।
এটি তিনি উৎসর্গ করেছেন ‘প্রিয় পঁচাশির বন্ধুদের’।
প্রসঙ্গত, কবি মুনির আহমদ পড়াশোনা শেষ করে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি।