সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজনীতি, সামাজিক দায়বদ্ধতা, পেশাগত শিক্ষকতা সবকিছু ছাপিয়ে শাহান শাহ্ একজন পুরদস্তর কবি। কবিতার পঙক্তির মাঝেই জীবনের সব ফল্গুধারা খুঁজে পান তিনি। জীবনের মায়া, মমতা, ক্রোধ, ক্ষোভ আর সমাজের বিসদৃশ্যতাকে তিনি একত্রিত করেন কবিতায়। জীবনের পথে ভিন্ন ভিন্ন ভূমিকায় থেকেও সবকিছু দেখেন কবির চোখে। স্বভাবতই কবির এই দেখা দরদি হয়ে উঠে। মানুষ আর মানবিকতাই তার কবিতার উপজিব্য। ঘুম থেকে জেগে দেখা পাহাড় আর নদী তাকে গৃহ সন্ন্যাসী করেছে, তবে সমাজবিমুখ করেনি।
সমাজসচেতন এ কবির অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত হয়েছে নতুন কাব্যগ্রন্থ ‘সময়’। বইটি প্রকাশ করেছে নব সাহিত্য প্রকাশনী। বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে ৩৮৪-৩৮৫ নম্বর স্টলে। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন কারুধারা।
কাব্যগ্রস্থটি সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে কবি শাহান শাহ্ বলেন, ‘চোখের সামনে বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে লেখা এই কাব্যগ্রন্থটি। আছে সমাজের বিভিন্ন কুসংস্কার, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ।
আছে ভাটির কৃষকের আর্তনাদ, রোমান্টিকতা, দেশপ্রেম, আছে বঙ্গবন্ধুকে নিয়ে কথা, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, পিতার প্রতি সন্তানের ভালোবাসা। সর্বোপরি একটি কাব্যগ্রন্থে অনেক কিছুর সমাহার প্রকাশ পেয়েছে। আরও আছে কিছু গুনী ব্যক্তিদের নিয়ে লেখা। যাতে করে অন্যরা উৎসাহিত হয় ভালো কাজ করতে। আমার এ পর্যন্ত লেখা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এটি।’
জেবি