সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শিক্ষাজীবনে ব্যাগটা বই-খাতা, পানির বোতল, কলম-পেন্সিলের বক্স, টিফিন বক্স সব মিলিয়ে বেশ ভারী হয়। ঠিক তেমনি কর্মজীবনে প্রবেশের পর স্কুল-কলেজ ব্যাগের পরিবর্তে কাঁধে তুলে নিতে হয় অফিসের ব্যাগ। সেটিও স্কুল ব্যাগের মতো নানা জিনিসে ভরা থাকে। আবার কারো ব্যাগে তো গোটা সংসার থাকে। তবে এত কিছুর মাঝেও প্রায়ই প্রয়োজনীয় জিনিস নিতে মনে থাকে না। তখন অফিসে গিয়ে পড়তে হয় বিপদে। তাই ব্যাগ গোছানোর আগে কয়েকটি জিনিস মনে করে ব্যাগে ভরে নিয়ে নিতে হবে। বিশেষ করে ৩টি জিনিস না নিলে, পরে মুশকিলে পড়তে পারেন। চলুন সেসব কী কী জেনে নেওয়া যাক:
চার্জার
অত্যন্ত প্রয়োজনীয় জিনিস চার্জার। অফিসে ল্যাপটপ, কম্পিউটারে কাজ করলেও মোবাইল ফোন চালানোর প্রয়োজন হয়। এটি এখন শুধু কথা বলার মাধ্যম নয়। বরং কথা বলা থেকে শুরু করে মেসেজ কিংবা মেইল পাঠানো, দেখা, যেকোনো বিষয়ে সক্রিয় থাকাসহ প্রায় সব যোগাযোগের মাধ্যম এটা। ফলে দিনের একটা দীর্ঘ সময় মোবাইল ফোনে পুরো চার্জ ধরে রাখা মুশকিল হয়। ফোনের চার্জ শেষ হয়ে গেলে কাজের ক্ষতি এবং বিব্রত হতে না হয় সে জন্য ব্যাগে চার্জার রাখুন।
জীবাণুনাশক স্প্রে
দিনের বেশিরভাগ সময় কাটে অফিসে। ফলে অফিসের ওয়াশরুম ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই। সেক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি এড়াতে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে পারেন। ওয়াশরুম ব্যবহারের আগে এই স্প্রে ছড়িয়ে নিলে ভালো হয়। নারী এবং পুরুষ উভয়েরই এই নিয়ম মানা উচিত। অফিসের ব্যাগে জীবাণুনাশক স্প্রে রাখতে ভুলবেন না।
হালকা খাবার
টিফিন আনলেও ব্যাগে হালকা কিছু খাবার রাখা জরুরি। কাজের ফাঁকে মাঝেমাঝে মুখ চালাতে কাজে লাগবে। ড্রাই ফ্রুটস, চিপস, চকলেট ও বিস্কুট সঙ্গে রাখতে পারেন। তাহলে হঠাৎ খুদা লাগলে এই খাবারগুলো খেতে পারবেন।
এস