দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হওয়া রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে জ্যোতি, সাবেক এমপি সেলিম ও সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর মধ্যে ধানমন্ডি থানার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এছাড়া লালবাগ থানার হত্যা মামলায় সাবেক এমপি সোলেমান সেলিম ও ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কে