সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুর ৭ দিনের রিমান্ড প্রদান করেছে আদালত।
বুধবার (২ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট মো: রাসেল মাহমুদ এই আদেশ প্রদান করেন।
সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার বাদি পক্ষের আইনজীবি অ্যাড. নাজমুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল নেতা রঞ্জুসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। তিনটি মামলাতেই সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবু এজাহারভুক্ত আসামি। এছাড়াও তাদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে। রবিবার গ্রেফতার হওয়ার পর মঙ্গলবার তাদের সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলি আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে রোববার মৌলভীবাজারের বর্ষিছড়া থেকে গ্রেপ্তার করে র্যাব।
এফএইচ