সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের বাগাতিপাড়া থেকে চাকরির প্রলোভনে তালাকপ্রাপ্ত এক নারীকে ঢাকায় নিয়ে ধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে যাবজ্জীবনসহ ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
জরিমানার অর্থ ভিকমিটকে দেওয়ার নির্দেশ দেন আদালতের বিচারক। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।
নাটোর জজ কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পি পি) অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, ২০০৩ সালের ১৩ অক্টোবর রাতে ইউপি সদস্য সাইফুল ইসলাম গার্মেন্টসে চাকরি দেওয়ার নাম করে ঢাকায় নিয়ে যায় ভিকটিমকে। সেখানে তারা একটি হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত্রী যাপন করে। রাত্রী যাপনকালে সাইফুল ইসলাম ভিকটিমকে জোর করে ধর্ষণ করে। পর দিন সকালে চাকরি খোঁজার নাম করে সেখান থেকে তাকে নিয়ে যায় একটি বাড়িতে। এরপর তাকে সেখানে রেখে পালিয়ে যায় সাইফুল ইসলাম। এই ঘটনায় ভিকটিম বাড়িতে ফিরে এসে ১৪ অক্টোবর নিজে বাদী হয়ে সাইফুল ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি ধারায় মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। দীর্ঘ ২০ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক একটি ধারায় সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ত্রিশ হাজার টাকা জরিমানা এবং অপর একটি ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেইসঙ্গে আদালত আরও আদেশ দেন যে, যাবজ্জীবন কারাদণ্ড শেষ হওয়ারর পর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড শুরু হবে তার।
জেবি