সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের বাগাতিপাড়ায় একটি ধর্ষণ মামলায় মো. বেনজামিন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
রোববার (১৭ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত মো. বেনজামিন উপজেলার বিহারকোল এলাকার আয়েজ উদ্দিনের ছেলে।
স্পেশাল কোর্টের পাবলিক প্রসিকিউটর (পি পি) অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, ২০১৩ সালের ৭ আগস্ট নাটোরের বাগাতিপাড়া উপজেলার বারইপাড়া এলাকার ভিকটিম দুপুরে গোসল করে ভেজা কাপড় শুকানোর জন্য পাশের বাড়ির তারে মেলে দিতে যায়।
এ সময় সেখানে বআগে থেকেই উৎ পেতে থাকা বিহারকোল এলাকার বেনজামিন তার মুখ চেপে ধরে ওই বাড়ির রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ অবস্থায় ভিকটিমের চিৎকারে লোকজন ছুটে এলে ধর্ষক বেনজামিন সেখান থেকে পালিয়ে যায়।
পরে ওই দিনই ভিকটিম নিজে বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা করেন। দীর্ঘ ১০ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে আরও উল্লেখ করা হয় জরিমানার অর্থ ভিকটিম গৃহবধূ পাবে। মামলার রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।
জেবি