সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে পুরো দেশ উত্তাল। এমন পরিস্থিতিতে দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক। রোববার (৪ আগস্ট) দুপুরে তিনি এ কথা জানান।
এমদাদুল হক বলেন, 'আমরা এখনো ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার জন্য কোনো নির্দেশনা পাইনি। মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও আমাদের ইন্টারনেট সেবা চালু থাকবে।'
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে ১৭ জুলাই (বুধবার) রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই (বৃহস্পতিবার) রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়। ২৩ জুলাই (বুধবার) রাতে দেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। পরে ২৮ জুলাই (রবিবার) বিকেল ৩টা থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়।
অ/এফএইচ