সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আধুনিক যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শব্দটি শুনেনি এমন মানুষ খুব কমই আছে। যার পূর্ণরূপ হচ্ছে Artificial intelligence. মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একপ্রকার সিমুলেশন। যা মানুষের মত করে চিন্তা করতে সক্ষম হয়। একই সঙ্গে জটিল সমস্যার সমাধান করে থাকে। শুধু তাই নয় মানুষের মতো নতুন কিছু শিখতে পারে এবং সে অনুযায়ী সমস্যার সমাধানও দিতে পারে। এমনকি মরণব্যাধি ক্যান্সারের মতো রোগ সনাক্ত করতেও সক্ষম।
ক্যানসার চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এক যুগান্তকারী ঘটনা। একদল গবেষক প্রমাণ করে দিয়েছেন, টিস্যুর নমুনা পরীক্ষা করে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায় ১৩ রকমের ক্যানসার নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম। ক্যানসার প্রতিরোধ বা নিরাময় করা যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রোগ নির্ণয়ে দেরি হয় বলে তা মরণব্যাধি হয়ে ওঠে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, মানবদেহে যত ধরনের রোগ হতে পারে, তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো ক্যানসার। বিশ্বজুড়ে বছরে প্রায় ১.৯ কোটি মানুষ আক্রান্ত হন এই রোগে। তার মধ্যে প্রায় ১ কোটির মৃত্যুও হয়। তবে মারণরোগ হলেও ক্যানসার ঠেকিয়ে রাখা সম্ভব। সে প্রমাণ মিলেছে বহু ক্ষেত্রেই। কিন্তু এমন কিছু ক্যানসার রয়েছে, যা খালি চোখে লক্ষণ দেখে বোঝার উপায় নেই। এমনকি, বহু ক্যানসার প্রাথমিক কিছু পরীক্ষাতেও সহজে ধরা পড়ে না। সেই কাজটিই করবে এআই।
বিজ্ঞানীরা বলেছেন, ক্যানসার আক্রান্ত কোষের প্রাথমিক ‘ডিএনএ’ সংক্রান্ত যে পরিবর্তন, তা সহজেই ধরে ফেলতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। এবং ৯৮.২ শতাংশ ক্ষেত্রেই তা নির্ভুল।
‘ফাইভ সি নেটওয়ার্ক’ সংস্থার সিইও কল্যাণ শিবশৈলম জানিয়েছেন, ক্যানসার নির্ণয় এবং চিকিৎসায় এই প্রযুক্তির ব্যবহার একটি উল্লেখযোগ্য ঘটনা। তার মতে, “রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনায় উন্নততর এই প্রযুক্তির ব্যবহার চিকিৎসক এবং রোগী দু’পক্ষের জন্যই ভালো। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।”
এস