সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশের তৈরি ফোন ব্যবহার করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক অত্যন্ত গভীর উল্লেখ করে দেশটিকে বাংলাদেশের সত্যিকারের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী। এ সময় তিনি নিজের হাতে থাকা ফোনটি দেখিয়ে বলেন, এটি তৈরি হয়েছে বাংলাদেশের নরসিংদীর প্লান্টে।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বরাদ্দ প্রথম সরকারি গাড়ির কথা স্মরণ করে পলক আরও বলেন, আমার প্রথম বরাদ্দ করা গাড়িটি ছিল বিদেশে তৈরি, যা এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে।
এসময় স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন পলক। এছাড়া দেশের উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
কয়েক বছর আগে নিজের দক্ষিণ কোরিয়া সফরের কথা উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার স্মার্ট দ্বীপ হিসেবে পরিচিত জেজু দ্বীপের আদলে বর্তমান সরকার মহেশখালীকে স্মার্ট আইল্যান্ডে পরিণত করার উদ্যোগ গ্রহণ করেছে। সেখানে আধুনিক সব নাগরিকসেবা পৌঁছে দেওয়া হবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক হেয়ক জেওং, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক শাহ মুহম্মদ মাহবুব প্রমুখ।
এফএইচ
মন্তব্য করুন