চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ফ্রান্সে ১৬ জন মারা গেছে। এ ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছে ৯৪৯ জন।
শনিবার (৭ মার্চ) ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ জেরমি সলোমন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেশী ইতালিতে করোনাভাইরাস ব্যাপক আকারে বিস্তার লাভের পর থেকে সর্বোচ্চ সতকর্তা ও আগাম সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ফ্রান্স।