নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের কোথাও একটা বোঝাপড়া চলছে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। কলকাতায় এক জনসভায় তিনি এ কথা বলেন।
রাহুল গান্ধী বলেন, তাদের দুজনের নামের আদ্য অক্ষরেও মিল আছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ২০১১ সালের নির্বাচনে মমতা ব্যনার্জী কংগ্রেসের সঙ্গে জোট গড়লেও পরে ক্ষমতায় গিয়ে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন।
এ সময় মোদির তীব্র সমালোচনা করে রাহুল বলেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে গেছেন মোদি। আরেক নির্বাচনী সমাবেশে মমতা বলেছেন, ‘মোদির পিএম ফান্ডের নামে কোটি কোটি টাকা চাঁদা তুলা হচ্ছে, এটা বেআইনি।
মোদিকে এবার ‘দাঙ্গা বাবু’ অভিহিত করে বলেন, তিনি বাংলা ভাগের চেষ্টা করছেন, অপপ্রচার করে বাংলাকে বিভাজন করা যাবে না।