শেষ পর্যন্ত বিতর্কিত আট কর্মকর্তার বদলি মেনে নিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে তাদের পরিবর্তে কারা ওইসব পদে যোগ দেবেন তা সরকারই ঠিক করবে বলে সূত্র জানিয়েছে।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষভাবে কাজ না করার অভিযোগে সোমবার রাজ্যের ৮ কর্মকর্তাকে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু কাউকেই বদলি করতে দেবেন না বলে কমিশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা।
এর পরিপ্রেক্ষিতে ৫ জেলায় নির্বাচন বাতিল বা স্থগিতের আভাস দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারণায় গিয়ে মঙ্গলবার আবারো শারীরিকভাবে লাঞ্ছিত হলেন আম আদমি পার্টি-এএপি'র প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
এদিকে, একদিন বিরতির পর বুধবার অনুষ্ঠিত হবে লোকসভা দ্বিতীয় ধাপের নির্বাচন। এদিন নাগাল্যান্ড, মণিপুর, অরুনাচল প্রদেশ ও মেঘালয়ের ৬টি আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।