দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানিয়েছে ইউক্রেন।
মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠকের পর এক ভিডিও বার্তা রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এই প্রস্তাবটি এখন রাশিয়ার কাছে উপস্থাপন করা হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, জেদ্দায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধি দলের ৮ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাশিয়ার সাথে তাৎক্ষণিকভাবে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার জন্য এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করার জন্য ইউক্রেন মার্কিন প্রস্তাবে সম্মত। বৈঠকে জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাকের নেতৃত্বে ইউক্রেনের একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও সামরিক প্রতিনিধি দল অংশ নিয়েছেন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবে থাকলেও মূল আলোচনায় তিনি উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। জেদ্দায় গুরুত্বপূর্ণ এই বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধ শেষ করার জন্য এখন বল রাশিয়ানদের কোর্টে’। এই প্রস্তাবটি মস্কোর কাছে উপস্থাপন করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আশা রাশিয়া প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হবে। তিনি বলেন, ‘এরপরও তারা (রাশিয়া) এতে সম্মত না হলে আমরা জানতে পারব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আর কী বাধা আছে।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের অবসান চান উল্লেখ করে রুবিও, ‘প্রস্তাবটি হলো গুলি বন্ধ করা। এই যুদ্ধে আজও মানুষ মারা যাচ্ছে, গতকালও মারা গেছে এবং দুঃখের বিষয়-যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে আগামীকাল মারা যাবে।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের অবসান চান বলেও রুবিও উল্লেখ করেন। এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যৌথ বিবৃতির পর এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেন এই প্রস্তাব গ্রহণ করেছে, আমরা এটিকে ইতিবাচক বলে মনে করি। আমরা এমন পদক্ষেপ নিতে প্রস্তুত।’ ইউক্রেন শান্তির জন্য প্রস্তুত উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া কি যুদ্ধ বন্ধ করতে চায় না কি চালিয়ে যেতে চায় সেটা তাদের প্রকাশ করতে হবে। এখনই সত্য প্রকাশের সময়। যারা ইউক্রেনকে সাহায্য করছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।’ এদিকে, জেদ্দায় বৈঠকের পর এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনে বন্ধ করে দেয়া গোয়েন্দা তথ্যের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এবং দেশটিতে স্থগিত হয়ে যাওয়া সামরিক সহায়তাও পুনরায় চালু করা হবে।
কে