সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সীমান্তে নিজ দেশের নাগরিককে গুলি করেছে বিএসএফ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদন মতে, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা এক ভারতীয় যুবককে গুলি করে বিএসএফ। আকতার জামাল রনি নামে ওই যুবক গত সোমবার (৩ ফেব্রুয়ারি) একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে প্রবেশ করেন।
পরদিন সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ওই যুবক। সেই সময় তাকে গুলি করে বিএসএফ। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের মতে, যুবকের সঙ্গে এক নারীও ছিলেন।
বিএসএফ সদস্যরা দুজনকে বাংলাদেশের দিক থেকে সীমান্তের বেড়ার দিকে আসতে দেখে সতর্ক করে বলে বিএসএফ কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বারবার সতর্ক করা সত্ত্বেও তারা বেড়া পার হওয়ার চেষ্টা করেন এবং বিএসএফ সদস্যের সঙ্গে সংঘাতে জড়ান। এমনকি তারা একজন নিরাপত্তারক্ষীর পিএজি বন্দুক কেড়ে নেওয়ারও চেষ্টা করেন।
প্রতিবেদন মতে, এক পর্যায়ে আত্মরক্ষার জন্য এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এওপি) মেনে এক বিএসএফ ওই দুইজনের দিকে একটি গুলি ছোড়েন। এতে যুবক আহত হয়।
আর ওই নারী পাশের গ্রামে পালিয়ে যেতে সক্ষম হয়। আহত যুবককে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, এই দু’জন পশ্চিমবঙ্গের পুটিয়া গ্রামের বাসিন্দা।
/অ