সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চীনের বাওশান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগ বাতিল করতে চলেছে নিপ্পন স্টিল। অগাস্টের শেষে বিদ্যমান শেয়ারহোল্ডারদের চুক্তির মেয়াদ শেষ হলে তাদের দুই দশকের সহযোগিতার অবসান ঘটবে।
রয়টার্স জানিয়েছে, নিপ্পন স্টিল যৌথ উদ্যোগের তার ৫০% অংশীদারিত্ব বাওশানে হস্তান্তর করবে। অপরদিকে একটি পৃথক বিবৃতিতে বাওশান বলেছে, তারা হোল্ডিংয়ের জন্য প্রায় ১.৮ বিলিয়ন ইউয়ান দিতে সম্মত হয়েছে।
যৌথ উদ্যোগের আওতায় দুই কোম্পানি চীনে স্বয়ংচালিত ব্যবহারের জন্য 'কোল্ড-রোল্ড স্টিল শিট' এবং 'হট-ডিপ গ্যালভানাইজড স্টিল শিট' উত্পাদন এবং বিক্রি করছিল। ২০০৪ সাল থেকে যৌথ উদ্যোগের মাধ্যমের চীনের ওই কোম্পানির সঙ্গে ব্যবসা করে আসছিল নিপ্পন। তবে এখন সেখান থেকে সরে আসার বিষয়ে কোনো কারণ জানায়নি জাপানের এ কোম্পানি।
নিক্কেই বিজনেস ডেইলি বলেছে, নিপ্পন তার মনোযোগ যুক্তরাষ্ট্র ও ভারতের দিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে।
চীনে নিপ্পনের উৎপাদন ক্ষমতা ৭০% কমানো হবে। তবে চীন বাওউ স্টিল গ্রুপের আরেকটি ইউনিট উহান আয়রন অ্যান্ড স্টিলের সঙ্গে যৌথ ব্যবসার জন্য এটি এখনও প্রতি বছর প্রায় ১ মিলিয়ন মেট্রিক টন স্টিল উৎপাদন করবে।