সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চার বছর অপেক্ষার পরে মহাকাশে প্রথমবারের মত নিজস্ব প্রযুক্তির রকেট উৎক্ষেপনে সফলতা পেল ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA)। প্রাথমিক পরিকল্পিত উৎক্ষেপণের প্রায় চার বছর পর মঙ্গলবার (৯ জুলাই) মহাকাশে তার আরিয়ান ৬ (Ariane 6) রকেট পাঠিয়েছে।
শক্তিশালী রকেটটি মঙ্গলবার বিকাল ৪ টায় (স্থানীয় সময় ১৯০০ ঘটকায়) ফরাসি গায়ানার কৌরোতে ইউরোপের মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপন করা হয়।
স্পেসএক্স-এর মতো অন্যান্য সংস্থা বা সংস্থাগুলির উপর নির্ভর না করেই ইউরোপিয়ান স্পেস এজেন্সি মহাকাশে স্যাটেলাইট পাঠানোতে সাফলতা দেখিয়েছে।
সংস্থাটির প্রধান জোসেফ অ্যাশবাচার বলেছেন, সফল উৎক্ষেপণ ইউরোপের জন্য একটি "ঐতিহাসিক দিন" হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি বলেন, "সফল উৎক্ষেপন, কক্ষপথে স্থাপন এবং স্যাটেলাইট স্থাপনের কাজে আরিয়ান ৬ দক্ষতা প্রদর্শন করেছে"।
"আমরা এখন ইউরোপের জন্য মহাকাশযানের এক নতুন যুগে প্রবেশ করেছি। এই সাফল্য মহাকাশ গবেষণায় বিশ্বে আমাদের শক্তি শক্তিশালী অবস্থান তৈরী করেছে এবং আমাদের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করবে," তিনি আরও বলেন।
আরিয়ান ৬ তার পূর্বসূরি আরিয়ান ৫ এর উন্নততর ভার্সন। উল্লেক্ষ্য, ৯০ এর দশকের মাঝামাঝি সময়ে আরিয়ান ৫ তার কার্যক্রম শুরু করেছিল।
এমএ