সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিন্ধুর বিভিন্ন এলাকায় পোলিও টিকাদানকারীদের বিরুদ্ধে লাঞ্ছনা ও সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে অল পাকিস্তান লেডিস হেলথ ওয়ার্কার্স ইউনিয়ন।
সংগঠনটির সভাপতি বুশরা আরাইন শুক্রবার সংবাদ মাধ্যমে বলেন, টিকা ক্যাম্পেইনের সময় পোলিও কর্মীদের করাচি, হায়দ্রাবাদ, সুক্কুর এবং সিন্ধুর অন্যান্য জেলার প্রত্যন্ত ও অনিরাপদ এলাকায় দায়িত্ব পালন করতে বাধ্য করা হয়েছিল। এসব জায়গায় তাদের প্রতি দুর্ব্যবহার, নির্যাতন, লাঞ্ছনা এমনকি অপহরণ চেষ্টা করা হয়েছে। এটি গুরুতর উদ্বেগের বিষয়।
তিনি জানান, শিশুদের প্রতিবন্ধিতা থেকে রক্ষায় সেবা দেওয়ার পরও স্বাস্থ্যকর্মীদের প্রতি এমন আচরণ করা হচ্ছে, যা তাদের নিরাপত্তা ও সুস্থতার জন্য গুরুতর হুমকি। অবিলম্বে তাদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানান তিনি।