সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
উন্নত চিকিৎসার জন্য ভারতগামী বাংলাদেশী নাগরিকদের কিডনী চুরির সাথে জড়িত একটি চক্রকে গত সপ্তাহে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
অপারেশনের নামে অন্তত ১৫ থেকে ১৬ জন ব্যক্তির কিডনি চুরির অভিযোগে নয়াদিল্লি-ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
মঙ্গলবার (৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িতের অভিযোগে নয়াদিল্লি-ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ৫০ বছর বয়সী ওই চিকিৎসকের নাম ডা. বিজয়া কুমার।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপোলো হাসপাতালের ওই নারী চিকিৎসক নয়াদিল্লি সংলগ্ন নয়ডা শহরে ‘যথার্থ’ নামের একটি হাসপাতালে অপারেশনের নামে অন্তত ১৫ থেকে ১৬ জন ব্যক্তির কিডনি সরিয়েছেন। তিনি ‘যথার্থ’ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ও সার্জন ছিলেন।
অভিযোগ রয়েছে যাদের কিডনি সরিয়েছেন, তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। ২০২১ থেকে ২০২৩ সালের বিভিন্ন সময়ের মধ্যে এসব অপারেশন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
পুলিশ জানিয়েছে, গত মাসে দিল্লির নিকটবর্তী যশোলা গ্রামে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা রাসেল ও তার সহযোগী ঢাকার বাসিন্দা সুমন মিয়া (২৮) এবং মোহাম্মদ রোকনকে (২৬) গ্রেফতার করা হয়। ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন রাসেল। যেখানে বাংলাদেশ থেকে আগত কিডনিদাতাদের রাখা হতো।
গ্রেফতারের সময় রাসেলের ঘর থেকে উদ্ধার হওয়া একটি ব্যাগে ৯টি পাসপোর্ট, দুটি ডায়েরি এবং একটি রেজিস্টার জব্দ করে পুলিশ। এই পাসপোর্টগুলো কিডনি দাতা ও গ্রহীতাদের ছিল এবং ডায়েরিতে দাতা এবং গ্রহীতাদের মধ্যে আর্থিক লেনদেনের বিবরণ ছিল বলে জানা গেছে।
এছাড়া গ্রেফতারকৃত রোকনের কাছ থেকে আরো একটি ব্যাগ জব্দ করে পুলিশ। ব্যাগে বিভিন্ন ধরনের প্রায় ২০টি স্ট্যাম্প এবং দুটি স্ট্যাম্প কালি প্যাড (নীল এবং লাল) রয়েছে, যা জাল কাগজপত্র তৈরি করার জন্য ব্যবহৃত হয়েছিল।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
এমএ