সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইসরাইলের উত্তরাঞ্চলীয় মেরন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (৭ জুলাই) ইসরাইলের উত্তরাঞ্চলীয় জাবাল আল-জারমাক এলাকায় অবস্থিত কৌশলগত মেরন ঘাঁটিতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ওই ঘাঁটির এয়ার কন্ট্রোল ইউনিটের সদরদপ্তর ও এয়ার অপারেশন্স ডিরেক্টরেটে কাতিউশা রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়। নিক্ষিপ্ত সমরাস্ত্রগুলো লক্ষ্যবস্তুগুলোকে আঘাত হেনেছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। লেবানন থেকে মেরন ঘাঁটি লক্ষ্য করে ৬০টি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপের কথা স্বীকার করেছে ইহুদিবাদী গণমাধ্যমগুলো।
এদিকে ইসরাইলের ‘বারকাত রিশা’ সামরিক ঘাঁটিতে ইসরাইলি সেনা জমায়েতকে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ওই হামলায় ঘাঁটিটিতে আগুন ধরে যায় এবং ইসরাইলি সেনারা হতাহত হয় বলে আলাদা এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ। এছাড়া, লেবানন সীমান্তবর্তী ‘বায়াদ বিলডা’ সদরদপ্তরেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
বিবৃতিতে বলেছে, গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে তারা এসব হামলা চালাচ্ছেন। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে তারা বিনা ঘোষণায় উত্তর ইসরাইলে হামলা বন্ধ করে দেবেন। কিন্তু গাজায় যতদিন আগ্রাসন চলছে ততদিন হিজবুল্লাহ গাজাবাসীর সমর্থনে ইসরাইলে হামলা চালিয়ে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: পার্স টুডে।
এমএ