সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইউরোপের রুট লেভেলে কোকেন ব্যবসায়ে শিশুদের ব্যবহার করছে মাদক কারবারিরা। এমনটা করতে শত শত শিশুকে বাধ্য করছে সংঘবদ্ধ গ্রুপগুলো। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমনি তথ্য।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পুলিশ সতর্ক করে জানিয়েছে, প্যারিস, ব্রাসেলসের মতো পশ্চিম ইউরোপের বড় বড় শহরগুলোতে নিজেদের পরিধি বাড়াতে চায় মাদক কার্টেলগুলো। এতে তারা ব্যবহার করছে আফ্রিকান অভিবাসী শিশুদের, যাদের বাবা-মা কেউ নেই।
শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, রুট লেভেলে সরবরাহকারী শিশুরা পরিমাণ মতো কোকেন বিক্রি করতে না পারলে কার্টেল গ্যাংগুলো শিশুদের ওপর নির্যাতন চালায়। এমনকি, ধর্ষণও করে তারা।
একটি সূত্র গার্ডিয়ানকে বলেন, কোকেন সামাজ্র্যের নতুন ঠিকানা হতে পারে লন্ডন। সম্প্রতি সেখান থেকে মরোক্কো ও আলজেরিয়ার বেশ কয়েকজন অভিবাসী শিশুকে উদ্ধার করা হয়। ওই শিশুদের শরীরের ক্ষত চিহ্ন দেখে নিশ্চিত হওয়া গেছে তাদের ওপর অত্যাচার চালানো হয়েছে। কোকেন বিক্রির উদ্দেশে ওই শিশুদের কার্টেল গ্যাংগুলো লন্ডনে পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে।
গ্যাংগুলোর নির্যাতনের বিষয়টি নিয়ে অবগত জাতসিংঘের বিভিন্ন সংস্থা ও ইউরোপিয়ান ইউনিয়নের আইন প্রণয়নকারী সংস্থা ইউরোপোল। এ নিয়ে বেশ উদ্বেগে তারা। পশ্চিম ইউরোপভিত্তিক মাদক নেটওয়ার্কগুলোর দ্বারা আফ্রিকান শিশুদের শোষণ ও পাচার কীভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা করতে গত মার্চে মিলিত হয়েছিল তারা।
গুরুতর সংগঠিত অপরাধ ও মানব পাচারের তদন্তকারী ইইউ পুলিশ বাহিনী একটি পৃথক মূল্যায়নে পৌঁছেছে। সুইডেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন ও ফ্রান্সে মাদক বিক্রির জন্য পাচারকারীদের দ্বারা নিয়োগকৃত উত্তর আফ্রিকার শত শত অপ্রাপ্তবয়স্কদের শোষণের বেশ কয়েকটি মামলা করেছে সংস্থাটি।
গার্ডিয়ানের আরেকটি সূত্রের বিশ্বাস, মাদক বিক্রির জন্য শিশুর ব্যবহার কম নয়। এই সংখ্যা হাজার হাজার। পুলিশের তথ্যমতে, ২০২২ সালে অবৈধভাবে অভিভাবকহীন ১৫ হাজার ৯২৮ শিশু ইউরোপে প্রবেশ করেছে। এর মধ্যে অনেকের খোঁজ মিলছে না।
বেলজিয়াম ফেডারেল পুলিশের একটি নথিতে বলা হয়, হাজার হাজার সঙ্গীহীন বিদেশী নাবালক প্রতি বছর ইইউয়ের সীমানা অতিক্রম করে অদৃশ্য হয়ে যায়। তাদের অনেকেই মাদক কারবারিদের দ্বারা বন্দি হয়ে যায়। যা শিশুদের ট্রমাকে আরও খারাপ করে।
এম