সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পূর্ব ইরাকে দিয়ালা এবং সালাহউদ্দিন প্রদেশের মধ্যবর্তী একটি সেনা চৌকিতে সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গিদের হামলায় একজন ইরাকি কমান্ডিং অফিসার এবং চার সেনা নিহত হয়েছে। সোমবারের (১৩ মে) এই হামলায় আরও পাঁচজন আহত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের মঙ্গলবারের (১৪ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, দায়েশ (ইসলামিক স্টেট গোষ্ঠী) সন্ত্রাসীরা মাতেবিজা গ্রামের একটি সেনা চৌকিতে আক্রমণ চালিয়ে ‘চারজন সেনা এবং রেজিমেন্ট কমান্ডারকে হত্যা করে।
অবশ্য ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘সন্ত্রাসী হামলাকে ব্যর্থ করার সময়’ একজন অফিসার এবং তার রেজিমেন্টের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে সিরিয়া এবং ইরাকে আইএসের উত্থান ঘটে। সেসময় দুই দেশের বিশাল ভূখণ্ড দখল করে নিজেদের পৃথক রাষ্ট্র ঘোষণা করেছিল আন্তর্জাতিক এই উগ্রবাদী গোষ্ঠী। তবে ২০১৭ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সমর্থিত ইরাকি বাহিনী ইরাকে আইএসকে পরাজিত করে।
এরপর ২০১৯ সালে মার্কিন-সমর্থিত কুর্দি বাহিনীর কাছে সিরিয়ার শেষ অঞ্চলটিও হারায় সন্ত্রাসী এই গোষ্ঠীটি। তবে আইএসের অবশিষ্ট কিছু দল এখনো তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল এবং মরুভূমির আস্তানা থেকে তারা বিভিন্ন সময়ই প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে।
এম