সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইরানের দক্ষিণ-পূর্ব ইরানের সামরিক স্থাপনায় পৃথক জঙ্গি হামলায় ৫ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (১ এপ্রিল) দেশটির সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাস্ক এবং চাবাহারে অবস্থিত ইরানের বিপ্লবী গার্ডের সদর দফতরকে লক্ষ্য করে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদল এই হামলা চালিয়ে।
ইরানের সংবাদমাধ্যম ইরানইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির সময় অন্তত ৮ জঙ্গি নিহত হয়েছে।
চরমপন্থি সুন্নি মুসলিম জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদল কয়েক বছর ধরে ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে, বিশেষ করে আইআরজিসি-এর বিরুদ্ধে কয়েক ডজন বড় এবং ছোট অভিযান চালিয়েছে। এর মধ্যে আন্তঃসীমান্ত আক্রমণ এবং সীমান্তরক্ষী এবং নিরাপত্তা কর্মীদের অপহরণ রয়েছে। সেইসাথে তারা বেসামরিক লোকদের হত্যার উদ্দ্যেশ্যে বোমা হামলাও করেছে।
এরা দক্ষিণ-পূর্ব ইরান এবং পশ্চিম পাকিস্তানি প্রদেশ বেলুচিস্তানে কাজ করে।
এম