সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লোহিত সাগরে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় আঘাতপ্রাপ্ত একটি জাহাজ ডুবে গেছে। শনিবার (২ মার্চ) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এপির।
প্রতিবেদনে মার্কিন সংবাদ সংস্থাটি জানিয়েছে, হুতিদের হামলায় লোহিত সাগরে ডুবা জাহাজটির নাম রুবিমার। বাব এল-মান্দেব প্রণালিতে বেলিজ পতাকাবাহী জাহাজটি গত ১৮ ফেব্রুয়ারি হুতিদের হামলার শিকার হয়। ইরান সমর্থিত সগঠনটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে জাহাজটিতে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রতিক্রিয়ায় গাজা উপত্যকাসহ অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এই সংঘাতে হামাসকে সমর্থন দিচ্ছে হুতিরা। লোহিত সাগরে ইসরায়েলসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজে হামলা চালাচ্ছে তারা।
লোহিত সাগর পণ্য ও জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। এই রুটকে নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথ অভিযান চালিয়ে আসছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার, পাশাপাশি একজন আঞ্চলিক সামরিক কর্মকর্তা জাহাজটি ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘এই ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কোনো অনুমোদন দেওয়া হয়নি।’
মধ্যপ্রাচ্যের জলপথের উপর নজর রাখা ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার (ইউকেএমটিও) শনিবার বিকেলে রুবিমারের ডুবে যাওয়ার বিষয়টি আলাদাভাবে স্বীকার করেছে।
এম