সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পেট্রল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্বের দ্বিতীয় তেল রপ্তানিকারক দেশ রাশিয়া। অর্ধবছর জ্বালানিটি রপ্তানি করবে না তারা। আগামী ১ মার্চ থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে। অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় ও দেশে দাম স্থিতিশীল রাখতেই পেট্রল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রুশ কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
প্রতিবেদনে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থাটি জানিয়েছে, রুশ কর্তৃপক্ষ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পেট্রল রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। বিষয়টি প্রথম প্রকাশ করে রাশিয়ার গণমাধ্যম আরবিসি। উপ-প্রধানমন্ত্রী আলেকজেন্ডার নোভাকের বরাতে তারা এ তথ্য জানায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ আলেকজেন্ডার নোভাক জ্বালানি সেক্টরের দেখভাল করেন।
একটি সূত্রের বরাতে আরবিসি জানিয়েছে, গত ২১ ফেব্রুয়ারি রুশ তারিখের রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনকে একটি চিঠি পাঠান নোভাক। ওই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে পেট্রল রপ্তানি বন্ধের অনুরোধ করেন। পরে প্রধানমন্ত্রী মিখাইল রপ্তানি বন্ধের বিষয়টি অনুমোদন দেন।
নোভাকের উদ্ধৃতি দিয়ে আরবিসি জানায়, ওই উপ-প্রধানমন্ত্রী লেখেন, ‘পেট্রোলিয়াম পণ্যের অত্যধিক চাহিদা ও অভ্যন্তরীণ বাজারে দাম স্থিতিশীল করতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
রাশিয়ায় আগামী ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আগেই কৃষকদের জন্য পেট্রল রপ্তানি বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হলো। গম রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান দখল করে রেখেছে রাশিয়া।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে পড়েছে। দুদেশই প্রতিপক্ষের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সবশেষ কয়েক মাসে ইউক্রেনের ড্রোনের হামলায় রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে দেশটির তেল উৎপাদন কিছুটা কমেছে।
২০২৩ সালে রাশিয়া চার কোটি ৩৯ লাখ টন পেট্রল উৎপাদন করেছিল। এর মধ্যে রপ্তানি করে ৫৭ লাখ ৬০ হাজার টন পেট্রল। রাশিয়ার পেট্রল সবচেয়ে বেশি আমদানি করে আফ্রিকার কিছু দেশ, যার মধ্যে রয়েছে নাইজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
এম