সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আসন্ন পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা চালাবে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘গাজায় সামরিক তৎপরতা না চালানোতে সম্মত হয়েছে ইসরায়েল।’ অন্যদিকে, যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব পর্যালোচনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেই প্রস্তাবে পণবন্দিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। খবর রয়টার্সের।
গাজায় যুদ্ধবিরতি বন্ধে প্যারিসে চলছে আলোচনা। সেখান থেকেই খসড়া প্রস্তাবটি দেওয়া হয়। বিষয়টির সঙ্গে সম্পর্কিত একটি সূত্র রয়টার্সকে বলেন, প্রস্তাবটি পাস হলে অবরুদ্ধ গাজায় প্রতিদিন ৫০০ ট্রাকে করে সহায়তা ঢুকবে। এ ছাড়া গাজার হাসপাতাল ও বেকারিগুলোর অবকাঠামো সংস্কারের অনুমতি দেওয়া হবে।
রয়টার্স বলছে, আগামী ১০ মার্চ রমজান মাস শুরু হতে পারে। এটি শেষ হবে আগামী ৯ এপ্রিল।
মার্কিন গণমাধ্যম এনবিসির লেট নাইট উইথ সেথ মায়ের্স অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘রমজান মাস আসছে। এবং ইসরায়েলিদের সঙ্গে একটি চুক্তি হয়েছে, তারা রমজানে কোনো কার্যক্রম চালাবে না। পাশাপাশি পণবন্দিদের মুক্তির ব্যবস্থার জন্য আমাদের সময় দেবে।’
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দীর্ঘ হচ্ছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক। এ জন্য ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে পারে এমন তথ্য জানিয়েছেন বাইডেন। একইসঙ্গে তিনি বলেছেন, হামাস নির্মূলে রাফাহতে ইসরায়েল যে অভিযান চালাবে তার আগে সেখান থেকে বেসামরিকদের বাহির করে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৬ ফেব্রুয়ারি) এনবিসিকে সাক্ষাৎকারটি দেন বাইডেন। আর মঙ্গলবার এটি প্রকাশিত হবে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধবিরতির জন্য দুপক্ষ অনেকটা একমতে পৌঁছেছে। আশা করছি, আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিটি হয়ে যাবে।’
অস্থায়ী যুদ্ধবিরতি ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্রের একটি প্রক্রিয়া শুরু করবে এমনটা জানিয়ে বাইডেন বলেন, ‘সেখানে অনেক নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছেন। ইসরায়েল রাফাহতে হামলার গতি কমিয়ে দিয়েছে।’
দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে চলা এই সংঘাত শেষে দুই রাষ্ট্র তত্ত্বের কথা জানিয়ে আসছে বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্টও একই কথা বলেছেন। তবে, বিষয়টি নাকচ করে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
প্যারিসের ওই সূত্র রয়টার্সকে বলেন, খসড়া প্রস্তাব অনুযায়ী, হামাসের কাছে থাকা প্রতিজন ইসরায়েলি পণবন্দির বিনিময়ে ইসরায়েলকে ৪০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। ১৮ বছরের নিচে ও ৫০ ঊর্ধ্ব এমন ৪০ বন্দিকে মুক্তি দেবে হামাস। পক্ষান্তরে ইসরায়েলের কারাগারে থাকা ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। এমনকি, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়াদের নতুন করে গ্রেপ্তার করা যাবে না।
এম